হিয়ায় ব্যথা
হাসান মাহমুদ

হিয়ার ও মাঝে গাঁথিয়া তোমা
অঙ্কার করিয়াছি হৃদয় আমা।
তোমাকে দিয়াছি পুষ্পঞ্জালি
তোমারি ব্যথায় আমাতে জ্বলি।
অনুভূতির অনু নয়ন দিয়া
দেখেছি তোমারি প্রিয়  হিয়া।
বলো!ভুলি কেমন করিয়া
এ জীবন বন্দনায় তোমায় বান্ধিয়া।
তুমি বসুমতীর সুশ্রী ধার
তোমাতে বুঝা কষ্ট স্বাধ্য ভার।
তোমারি নয়ন জুড়িয়া দেখি
আমারি অবহেলা সহসাই আঁকি।