হিসেব মিলছে না
হাসান মাহমুদ

ধরণীর বেহাল দশা
ধুকসে মরণ ক্যান্সারে
হচ্ছে টা কি সমাজে
আত্মা হারা সংসারে।
বাবার হাতে সন্তান
মৃত্যু নামক দুয়ারে
মায়ের জন্য মেয়ে
শিকার হয় ধর্ষণেরে।
হুজুর সাহেব মিলাদে
সিনামার ঐ উদ্বোধনে
পড়ছে দুরুদ কালাম
সুরের আগুন বানে।
মুসলিম দেখো হিন্দু
হিন্দু আবার খ্রিষ্টান
ধর্ম আজ স্বর্গে বাস
আত্ম প্রাণের দান।
সত্যটা আজ মিথ্যে
কাঁদছে ঘৃণ্য চোখে  
আইন শাসনে লুকোচুরি
বিঁধল বেদন বুকে।
চুরি করে চোরাবাবু
দিচ্ছে চুরির দলিল
চুরি করে কাসেম
জেলে মরা খলিল।
নিথর এই দুনিয়াতে
সবই লাগে উল্টো
নারী সাজে পুরুষ
পুরুষ নারীর মিলতো।
আজব এই ধরণীতে
মিলছে না মোর হিসেব
যোগ,গুণ,ভাগ,বিয়োগ
ভুল উল্টো সব।