হে দারিদ্র্য
হে দারিদ্র্য,
তুমি দেখিয়েছ শত্রু-মিত্র,
সকল আত্মার প্রিয়।
তোমার কঠিন পথের বাঁকে
খুঁজেছি জীবনের দিশা।
তুমি খুলে দিয়েছ চোখ,
যেখানে বন্ধুত্বের মুখোশ খসে পড়ে,
সত্যের আলো ছড়ায়।
তোমার অভাবের অগ্নিপরীক্ষায়
জেনেছি কে আপন, কে পর।
তুমি শিখিয়েছ লড়াই,
তুমি শিখিয়েছ ধৈর্য।
তোমার আঁধারেই দেখেছি
আলোর মর্ম।
হে দারিদ্র্য,
তোমার কষ্টের চাদরে মোড়া
আছে অমূল্য শিক্ষা।
তোমার সঙ্গেই গড়েছি জীবনের গান,
তুমি আমার চিরসাথী।