হে মোর প্রিয়
হাসান মাহমুদ
হে মোর প্রিয়
খুলে দিয়েছি
হৃদয়ের বাতায়ন।
এসো সুপ্তি
এসো কান্তি,
যত জ্বালাতন।
এসো সর্গে
এসো মুগ্ধে
যত আলাপন।
বাতায়নের চত্বরে
দুলাই কালো কেশ
এসো প্রিয়ে
এসো মোর হিয়ে।
জুড়াও হৃদয় মন
এসো গল্পে
এসো কল্পে
নিশীথের অন্ধকারে।
হে মোর প্রিয়
এসো কালোজলে
স্নানের ছলে,
এসো প্রভাতে।
শিশিরে ভিজে
ঘাসে বসো,
রং তুলি
সাদা কাপড়ে,
এসো বিকেলে
গায়ে চাদরে।
আলপনায় পিটুলি
এসো বৃক্ষ পানে,
এসো প্রিয়ে
কোকিলের বসন্তে
সুরের বানে।
এসো বৈশাখে
ঝ্বলসানো গায়ে,
এসো প্রিয়ে
বৈঠাহীন নায়ে।
হে মোর প্রিয়
এসো কদমে
গুড়িগুড়ি মূলে
গোলগাল রমে।
এসো জৈষ্ঠে
আমের ডালে
নীল রঙের ছোঁয়ায়
এসো মুগ্ধে
এসো হলদে
বিহঙ্গের মায়ায়।
এসো হে মোর প্রিয়
মোরে ভালোবেসে,
এসো মোর
হৃদয়ের সজীব দেশে।
৮/০৮/২০২০
সময় ১১ঃ০০
৮০ নং