হাসতে জানি
হাসান মাহমুদ
আমি হাসতে জানি মুখ লুকিয়ে
ছন্নমতি হাসি
হাসি দেখে ভয় পেয়ে যায় কালো রাতে শশী।
আমি হাসতে জানি খিলখিলিয়ে
বড় অট্টহাসি
হাসিতে আজ ভুবন কাঁপে কাঁপে নগর বাসি।
আমি হাসতে জানি বৃক্ষ শনে
নিরব ছায়ার তলে
বেদন সুরে বাজাই বাঁশি সং ভঙ্গি ছলে।
আমি হাসতে জানি আকাশ পানে
নীল রংয়ের হাসি
হাসতে জানি বাহারি রংয়ের ফাটল জমিন বসি।
আমি হাসতে জানি নদীর শনে
সফেন উঠা হাসি
ঢেউ দোলাতেও হাসতে জানি কলার ভেলা ভাসি।
আমি হাসতে জানি পাহাড় শনে
পাথর কান্না হাসি
হাসার শনে পাথর শনে করুন ঝরার বর্ষী।
আমি হাসতে জানি করুন হাসি
বক্ষ চাপা হাসি
ধূর ছাই সব মিথ্যে মিথ্যে নিজের জন্য হাসি।