হাসি
হাসান মাহমুদ
শিশু হাসে হাহা হিহি
বৃদ্ধ হাসে অট্ট
যুবক হাসে মিষ্টি ভারি
যুবতী হাসে ছোট্ট।
প্রেমিক হাসে কথার ছলে
প্রেমিকা হাসে মুচকি
সবার হাসি সবার মতো
ভালো লাগে ইস কি!
নানা হাসে নানির শনে
পান সুপারির জন্য
দাদায় হাসে দাদিকে নিয়ে
রান্নায় লবন অনন্য।
সূর্য হাসে দিন দুপুরে
মেঘ লুকানোর পরে
সন্ধ্যা পরে চন্দ্র হাসে
রাত দুপুরটা ভরে।
মায়ও হাসে বাবাও হাসে
হাসে ঘরের গিন্নি
পাশের বাসার ভাবিও হাসে
হাসে ছোট্ট মেয়ে মিন্নী।
সবাই হাসে অট্ট-মুচকি
যে যাহার ভঙ্গি
কেউ হাসে না কারো মতো
হাসিটাই সবার সঙ্গী।