গুণবতী
হাসান মাহমুদ

আমি সুপ্ত প্রান্ত ঘুরিয়াছি
বহু ক্লান্ত ক্রোশা
অপলক দৃষ্টিতে বহু দেখিয়াছি
বহু সুশ্রী যোষা।
তোমার মতো প্রিয়া মোর
দৃষ্টির হয়নি গোচর
তোমাতেই সব দেখা শোনা
অন্তর চোক্ষু মোর।
শহর তলী হতে গ্রাম হেঁটেছি
বহু দেখেছি অবলা
তোমাতেই শান্তি মিলে মোর
কাটিয়া যায় দু'বেলা।
বহু ক্লান্ত শ্রান্ত আঁখিতে
তাকিয়ে দেখি কতো
মিলেনা সুখ মোর তবে
তোমাতে মিলে যতো।
ক্রোশের পরে বহু ক্রোশ
দিবার পরে রাত্রি
কত হয়েছি অজানা পথিক
অচেনা আমি যাত্রী।
কত দেখেছি মাঠ ঘাট
দেখছি বহু গুণবতী
দেখিনি কখন আমারি নয়নে
তোমারি গুণ রতী।
আমারি তপ্ত হৃদয়ে শুধু
তোমারি অনল জ্বলে
রাত নিশিতে বাঁশিরও সুরে
তোমারি কথা বলে।