কবিতার বুকে ঘুমায় পড়েছি
🌞🌞হাসান মাহমুদ🌈
ঘুমায়ে পড়েছি আমি কবিতার বুকে,
দৈত্যের মত দেহ খানি নিয়ে,
আম, কাঁঠালের,ছায়ার সুখে।
অসংখ্য নক্ষত্র গড়া গড়ি খায় আমার উঠানে,
জাম রুল,হিজল তলে,
স্মৃতি গুলো খেলা করে দলে দলে।
আমি ঘুমায়ে পড়েছি কবিতার বুকে,
তোমার নুপুরের ছন্দের তালে,
পাখিরা চায় না যেতে নিড়ে,
আমি ঘুমায়ে পড়েছি হাজারো কবিতার ভিড়ে।
পল্লি বালিকার গোলাপি আছলের ছায়ায়,
ঘুম না আসা বিকেলের মায়ায়,
সন্ধ্যার গোধুলির আকাশে ঘুমায় পড়েছি আমি,
আমার দেহ খানি নিরবধি,
রাতের তারার মাঝে জ্বলসানো আলো,
কল্পনায় আঁকা প্রেম চিত্র, এরই মাঝে আমি চিরো ক্লান্ত ঘুমে,
জোনাকিরা আলো ছড়ায় আমার উঠান জুড়ে,
আমি আলোহীন বসে থাকি ভয়ে,
যেনো না যায় ঘুম ভেঙে আমার কল্পনার তরে।
আমি ঘুমায়ে পড়েছি, তোমারই কারনে,
তুমি হীন কবিতার বুকে।
জীবনে তোমাকে না পাওয়ার দুঃখে।