গুজব

মানুষ বড় আজব
নিত্য ছড়ায় গুজব।

আসছে দেশে করোনা,
কাউকে নাকি ছাড়বে না।

ভয়ের চোটে পড়ছে দোয়া,
করোনা তাদের দিবে না ছোয়া।

দোয়া না কি করোনার,
গুজব ছড়ায় বারেবার।

কদিন আগে কল্লাকাটা
তাহার পরে চুম্বনেরই গরম,,
এটা নাকি সোনার বাংলা
বলতে লাগে শরম।

মানুষ বড়ই আজব
স্বপ্নে ছড়ায় গুজব।
মাস্কের দাম ভুঁড়ি ভুঁড়ি
দশটাকার দাম একশো হলো
তবুও মাস্কের কাড়াকাড়ি।

দুনিয়াটা আজব
মধ্যরাতে গুজব।
হঠাৎ শুনি মধ্যরাতে,
গুজব আসে থানকুনি তে।
আহারে কি কান্ড
থানকুনির হচ্ছে  দন্ড
মধ্যরাতে ছিঁড়েভিড়ে
করছে লণ্ডভণ্ড।

যে যা পারে ছিঁড়ে নেয়,
তাহার সাথে ঘাসও খায়।

ইহা বড় আজব কান্ড,
ছড়াইয়াছে এক গুজব ভণ্ড।
বাঁশের মাথার পানির মত,
ছড়ায় গুজব কতশত।

ভাবিয়া ফেলি দির্ঘ শ্বাস
এটা নাকি আমার বাংলাদেশ।

এটা ২০ সালের থানকুনি পাতার গুজব নিয়ে লিখা।