গরমিল
haSaN MaHmUd

ভালো লোকের দাম নাই
উচিৎ কথার ভাত নাই।
সত্য বললে খায় ঘুসি
মিথ্যাতে আজ সবাই খুশি।

চোর হইছে ডাকাত আজ
ডাকাত হইছে চোর,
সাধুতে আজ দেশটি ভরা
চক্ষু লাজের ঘোর।

গুরু আজ শিষ্য হইলো
শিষ্য হইলো গুরু,
সমাজ আজ পালটে গেলো
নিয়ম নীতির শুরু।

হাহাকারে ভুগছে সবে
কোথাও একটু শান্তি নাই,
গাছের তলে বসতে গেলে
গাছের তলে ছায়া নাই।

বাবা ছেলে মিল নাই
খাঁটি জিনিসের দাম নাই,
খাঁটি দুধে গন্ধ পাই,
ভাইয়ে ভাইয়ে সংঘাত ভাই।

নদীর পানি উলটো চলে
স্রোত এখন পক্ষে নাই,
দেখার মতো নয় তো তবু
আজব জিনিস দেখতে পাই।

স্কুলেতে ছাত্র আছে
পড়ালেখার বালাই নাই,
পেট ঝুলিয়ে হাটে দেখ
সুশিক্ষার ঐ মাস্টার মশাই।

সুখে থাকলে ভুতে কিলায়
এ কথাটি সত্য ভাই,
সত্য সত্য হাজার সত্য
সত্য কথার ভাত নাই।

গলা ছেড়ে কয় যে কথা
শুনলে তা উচিৎ তাই,
তাহার মাঝেই নিপতিত
অসৎ বাক্য লুকিয় ভাই।

কি বলবো আর কষ্টের কথা
আমি তো আর ভালো নাই,
আমি একটু শান্তি চাই।

শান্তি পুরে শান্তি নাই
ভালোবাসার দাম নাই,
শান্তি তে আজ ঘরটি ভরা
এ কথাটির ভিত্তি নাই।