গন্তব্য
হাসান মাহমুদ

মাঝে মাঝে রক্তজবা হতে ইচ্ছে করে
ইচ্ছে করে রক্ত পায়ে হাঁটি,
আমাকে তো হাঁটতেই হবে!
আমি তো নেমেছি হাঁটতে, আমাকে তো পৌঁছাতেই হবে;
আমার গন্তব্য গ্রাম ছেড়ে, শহরে
শহর ছেড়ে স্টেশনে স্টেশনে,
ঐ ধূলিকণা আমার মাখতেই হবে
আমার যে ইচ্ছে হাঁটতে হবে,
আমাকে পৌঁছাতে হবে গন্তব্যে।
মাঝে মাঝে চিৎকার করতে মনে চায়
মনে চায় আমি চিৎকার করি;
চিৎকার করে চেঁচিয়ে বলি!
আমি হামাসের বীর,আমি রক্ষা করবী গাছ
আমি রক্তাক্ত জবায় হাঁটি
আমার গন্তব্য এই দেশ এই মাটি।
মাঝে মাঝে জিহাদ জিহাদ বলে
চিৎকার করে চেঁচিয়ে বলে উঠি;
আমি রণবীর আমি রণবীর।
আমাকে যে হাঁটতেই হবে
আমার গন্তব্যে পৌঁছাতেই হবে;
মেঠোপথ পেরিয়ে দিগন্তের কাছে
সুনীল আকাশে, অদূর প্রান্তে
আমাকে যে পৌঁছাতেই হবে।
মাঝে মাঝে পরদেশী শিকারীর মতো হতে ইচ্ছে করে
আসবো বসবো শিকার শেষ চলে যাবো
তবুও তবুও হাল ছাড়বো না;
আমার যে গন্তব্য বহুদূর
আমাকে যে আমার কথা রাখতেই হবে।
মাঝে মাঝে নজরুল, আতাতুর্ক কামাল হতে ইচ্ছে করে,
আবার নাগরিক কবি শামসুর রহমান হতে
কখনো আবার ইচ্ছে করে রক্ত হতে
কখনো হতে ইচ্ছে করে রক্তাক্ত পা,
আমার তো সব ছেড়েছুড়ে সীমানায় যেতেই হবে;
আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে।