দূর্লোভ
হাসান মাহমুদ
জীবনের এ কোন কালে এসে
তোমার আমার পরিচয় হলো বলো,
যে কালে তোমার আমার হাতে কিছু নাই করা;
নেই সু সময়,সু ক্ষণ,সু আবেগে আপ্লুত এ দিন।
তোমাকে নিয়ে স্বপ্ন বুনা এবুঝি পাপ,এ বুঝি করুণ পাপ,
ইচ্ছে ছিলো তপ্ত দুপুর পেরিয়ে,ক্লান্ত বিকেলে
শুনশান বায়ু ক্ষণে, কোনো এক নির্জন জন শূন্য
স্থলবেষ্টিত বৃক্ষমালার ছায়ায় গল্প জুড়বো।
বিকেল পেরিয়ে রাত,চাঁদ আর জ্যোৎস্নাময় আলো
পেঁচার মিষ্টি ডাক, কুকুর আর মধ্য প্রহর
হাসি মুখে কাটিয়ে দিবো দুজনে।
এ সব গুলোই এক অহেতুক সংকলিত গ্রন্থিকা
যেখানে তুচ্ছার্থক শব্দের ঝংকার
না পাওয়ার বাক্যাংশ সংবলিত অভিধান
শত শত কাতর রসাত্মক গল্পজোট মিলে,
দুজন সংকলিত এক মহা গ্রন্থ এটি।
এ কোন মোড়ে এসে দেখা দিলে তুমি
কোন ঘাটে এসে বললে চলো মাঝি
এ কোন স্টেশনে এসে থামালে গাড়ি
বলো?
যে খানে,দাঁড়ানো নিষেধ
যেখানে নামা পাপ,
যেখানে উঠা ভয়ংকর অপরাধ।
এ কোন ছায়ায় বসালে তুমি
যে ছায়া তপ্ত শীতল
যে ছায়া নরম, মসৃণ
যে ছায়া মায়া আর মায়া।
হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
আর স্বপ্নলোকে বাসা বাঁধা
দুটাই অপরাধ দুটাই পাপ,পাপ।
তুমিই এসময়ের এ সুরে এ গানের পাখি
তুমিই মন,প্রাণ আর এ আয়ুর বাচার এ মাত্র সম্বল।
এ কোন সময়,কোন পথের প্রান্ত
থেমে গেলো মোর শখের গাড়ী
কোন মোড়ে পরে গেলো দুজেনর সময়।