দুর্দশ
হাসান মাহমুদ

জীবনটা কেমন জানি কালো অন্ধকারে ভরে যাচ্ছে!  
জীবনের নীল আকাশে ক্ষণে ক্ষণে মেঘের আবির্ভাব  ;
দিবাক্ষণ হতাশা আর প্রাপ্তিতে কাটাচ্ছে।
যেখানে হাজারো স্বপ্ন পাখির, উড়ার শব্দ!
যেখানে আনন্দে উল্লাসে পাখির নীড়ে ফিরা;
যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি স্বপ্ন বুনা,
সেখানে ধীরে ধীরে চুপিচুপি বর্ষা বইছে।।
হয়তো ভাগ্যের উত্থান পতনের আভাস,
নয় তো চার আগুল ললাটের নির্মম পরিহাস।
যেটাই আসুক বাঁধা নেই মোটেও মোর
রাতের পরে কাটবে একদিন আঁধারের ঘোর।
আশার পিছনে যেমন স্বপ্ন থাকে
স্বপ্নের পিছনে তেমন আশাটা বেঁধে রাখে।