দুঃখ কি বুঝবেই না!
হাসান মাহমুদ

তুমি যদি আমরা হও
দুঃখ কি সেটা বুঝবেই না!
তোমায় দু'বেলা যত্ন দেবো
দু'বেলা যত্ন করে সময় দেবো,
সময় করে হাসি দেবো
তবুও তোমায় দুঃখ দেবো না।
সকাল হলে মসৃণ সকাল দেবো
কাক ডাকা ভোর দেবো
পূর্ব কোণে রবির সৌন্দর্য দেবো
সকালের মিষ্টি চুমু দেবো
তবুও তোমায় দুঃখ দেবো না।
তুমি যদি চাও ফুল দেবো
টকটকে রক্তজবা
শিউলি, হাসনাহেনা কিবা তোমার হাসি ফুল;
শিশির দেবো
ঝরঝরে শিশির
কলমিলতার শিশির,
তবুও তোমায় দুঃখ দেবো না।
তোমাকে তিন প্রহর বিল দেখাবো
রাখালের গান শুনাবো
বাঁশির সুর শুনাবো
বিকালের রক্তিম আাকাশ দেখাবো
আকাশের নীল দেখাবো
তবুও তোমায় দুঃখ দেখাবো না।
তুমি যদি আমার হও
রাত কিনে নিবো
দুজনের একটা সময় কিনে নিবো
রাত ভর তারা দেখবো
তারা গাঁয়ে হারিয়ে যাবো
সুখের লণ্ঠন জ্বালিয়ে
নিশিযাপন করবো
দুঃখের গাঁয়ের ঘর ভেঙে
সুখের রাজ্যে ছোট্ট ঘরা উঠাবো
তবুও তোমায় দুঃখ দেবো না।।