ধর শালাদের
হাসান মাহমুদ
ধর শালাদের জব্দ করে
করে দে ঐ নাস্তানাবুদ
পারে না যেনো, না পালাতে
ডাকে যেনো আল্লাহ মাবুদ।
আর থাকিসনে ছড়ার দেশে
ঘুম পড়ানির গানে
দেশটা আজ চুঁষে খাচ্ছে
ললি পপের ঘ্রাণে।
চাল খাচ্ছে, তেল খাচ্ছে
খাচ্ছে টাকা কড়ি,
ভুঁড়িটা আজ মস্ত বড়
বৈদেশে হোয়াইট বাড়ি।
ধর শালাদের জব্দ করে
কোমরে বাঁধ রশি
কিল ঘুষিতে না পারিলে
গাছে ঝুলা ফাঁসি।
তবুও যদি দেশটা বাঁচে
মা-টা বাঁচে শোকে
নাই মার চেয়ে কানা ভালো
যতই থাকুক দুখে।
আর কত ভাই সবুর করবি
দেশটা গোল্লায় গেলে
এবার না হয় চোখটা মেল
চোখে পানি ঢেলে।
ডানে দেখ বামে দেখ
পাশে দেখ চেয়ে
পায়ের তলার মাটি ছাড়া
সবই নিয়েছে গিলে।
আর কত ভাই চুপ
বাবু মশাই খুব
দিন দুপুরে ভুঁড়ি মেরে
খাচ্ছে ধুপধাপ।
এবার না হয় ধররে সবাই
বাবুর গলা চেপে
হা করিয়ে বের কর সব
খেয়েছে যা মেপে।
ধর শালাদের কব্জিটা ধর
লড়াই করে ধর
দৌড়ে যেনো না পালায় ওরা
বিদেশ বরাবর।