দেখা না হোক
হাসান মাহমুদ
এ জীবনে আমাদের আর দেখা না হোক
কথা না হোক!
অপরিচিত ছিলাম পরিচিত হলাম
অপরিচিত আবার থাকি;
আমাদের কখনো আর দেখা না হোক।
চলতি পথে কিবা পথিকের বেশে
সামনাসামনি কিবা অগোচরে
কোথাও আর দেখা না হোক ;
তবুও যদি হয়েই যায়!
দেখাতেই থেকে যায়, কথা না হোক।
দেখে আর তাকানো না হোক
হাসিতে আর গোলাপ না ফুটুক,
কিংবা ভুরু কুঁচকে মন খারাপ না হোক,
না হোক আর অভিমানের চাহনি
আমাদের আর দেখা না হোক।
জিজ্ঞেস করা না হোক ভালো আছি কি না?
দেখে দেখে আক্ষেপ না হোক
অতীতের মৃত্যু পুষ্প তাজা না হোক,
ধ্বংস স্তুপ কঠিন শিলাস্তর আবার না স্তুপ হোক,
আমাদের আর কখনো দেখা না হোক।
অনুভূতি আহত হোক
মরণ ব্যাধিতে ব্যথিত হোক
ভোরে হুতুম প্যাঁচার মত ঠুকরে কাঁদুক
তবুও তবুও আর দেখা না হোক।