হয়নি দেখা কাশফুল
হাসান মাহমুদ
আমার কখনো কাশ ফুল ছোঁয়া হয়নি
নেওয়া হয়নি তার গন্ধ ;
দেখা হয়নি তার কাল্পনিক অস্তিত্ব
কখনো ভরা হয়নি মোর মন।
লেখা হয়নি তাকে নিয়ে কবিতা
আসেনি কবিতার পঙক্তি মালা
ভরেনি মোর খাতার ফ্রেম কালিতে।
দেখা হয়নি তোমার আমার প্রেম চিত্র
হাত বুলানো হয়নি তার গায়;
শুনা হয়নি কাশের আত্ম কাহিনি।
বলা হয়নি তার সাথে নির্জনে কথা
দেখা হয়নি তার সাদা রূপে ঘেরা সোনালী রোদ
কাশের সাথে মোর কোনো পরিচিতি নেই
তার সাথে মোর কোনো মিলন নেই
এক বাক্যে কাশফুল আমাকে কখনো ছোঁয়নি!