ফিরে এসো
হাসান মাহমুদ
প্রেয়সী কদমবিনি ফিরে এসো
চৈত্রের ঘাম ঝরানো কোনো এক দুপুরে,
আলতা মাখা পায়ে,
নীলাম্বরী পাড়ের কালো শাড়ী আঁছলে,
লাল,নীল,সাদা,গোলাপি, হলুদ
পাঁচ রঙের চুড়ির হাতে,
ফিরে এসো ফিরে এসো
কোকিলের গুঞ্জনে কুঞ্জবনে,
পায়ে পায়েলের তালে তালে।
গোলাপি রঙের আলপনা আঁকা ঠোঁটে,
কপালে পুর্ণিমা চাঁদের টিপে।
ফিরে এসো ফিরে এসো হাসি মুখে
আবার হবে প্রেম,
সেঁফালি গাছের নিচে,
কেয়া পাটির উপরিভাগে।
রচনা কাল ১৫/০৯/২০২০
উৎসর্গ প্রিয় মানুষ জান্নাতুল ফেরদৌস মাওয়াকে