চুপ
হাসান মাহমুদ

চুপ থাকা ভদ্রতার পরিচয়
এটা কোনে দূর্বলতা নয়,
চুপ থাকা সম্মানের আদর্শ
এটা কোনো মূর্খতা নয়।
চুপ থাকা মানুষ কে নির্বোধ
ভাবা বোকামির দন্ড,
চুপ থাকলেই হয় না কেউ
মস্তবড় প্রতারক ভন্ড।
চুপ থাকা জ্ঞানের পরিচয়
অতিকথা পাগলে কয়
চুপ থাকলেই বোকা নয়
চালাকরাই ধোকা খায়।
জ্ঞান তো অতিবাক্যে নয়
অল্পতেই তার পরিচয়,
সল্পতায় যে অনেক বুঝায়
তাকেই জ্ঞানী কয়।
চুপ থাকলে পাপ কম
বেশি কাথায় পাপ
অল্প কথায় ভুল কম
অল্পতেই তা হয় মাপ।
চুপ থাকলেই জ্ঞানহীন নয়
জ্ঞানীরাই কম কয়,
চুপ থাকাকে দূর্বল ভেবোনা
চুপের মাঝেই অগ্নিরয়।