চলো না হারাই
হাসান মাহমুদ  

হে মোর বঙ্গ-বালিকা!
চলো না হারাই
সবুজ শ্যামলার বুকে,
জ্যোস্ন্যামাখা কোনো রাতে
বাঁশরিয়ার হৃয়দ কারানো সুরে।

অচিন গাঁয়ে অপরিচিত
উন্মাদ প্রেমিক প্রেমিকার বেশে,
প্রেম লীলায় হারাই
চলো হে বঙ্গ বালিকা
স্বপনের কোনো দেশে।

চলো রাতের রাজ্যে
চন্দ্রের কিরণে দেখি তোমায়
সৃষ্টির প্রলয়ে তুমিই সেরা
ছন্নমতি বালিকা।

চলো না হারাই!
ঐ না উঁচু টিলায়
যেখানে বাস পাহাড়িয়ার,
সেখানে যাই দুজনাই
হারাতে দুজনার।

হে বঙ্গ বালিকা
চলো না সমুদ্র পানে
সফেনের মায়ায়
ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে দেখার স্বাদে।
নয়ন জুড়াই
তোমার ভালোবাসার প্রাতে।
২৮/০৮/২০২০