চাওয়া
হাসান মাহমুদ
তোমার কাছে হাজার কিছু চাইনি
চেয়ে ছিলাম টোল পড়া হাসি
বাকা চোখের চাহনি
এলো কেশের পথচলা।
চেয়েছিলাম মিষ্টি ভরা কন্ঠস্বর,
আলতো করে মায়াবী ডাক,
আর একটু পরিপাটি গুছানো সময়।
তোমাকে দেখতে চেয়েছিলাম
নীল-সাদা জড়ানো রঙের শাড়ী ছোঁয়ায়,
এক মুঠো কাচের চুড়ির মায়ায়,
মাথায় কালো টিপের সৌন্দর্যে,
নাকের নাক ফুলে।
তোমার কাছে তো শত কিছুই চাইনি
চেয়েছি তোমার হৃদয়ের আকাশটাকে,
তোমার জমিনটাকে,
তোমার বসত বাড়ি তো চাইনি,
চেয়েছি একটু ভালো লাগা ভালোবাসা।
আমাকে একটু দিবে কি?
তোমার সময় থেকে একটি সেকেন্ড কিংবা
একটি মিনিট।।।
০৪/০৯/২০২০