চাহনির শেষ ইচ্ছায়
তোমার চাহনির শেষ ইচ্ছায় কত বার যে হারিয়েছি,
হাজার বার,লক্ষ, কোটি বার,
তোমার চাহনিতে আমি শত বার মরে গেছি।
তাোমার চোখের পাতার কালো কাজলের মায়ায়,
বাকা চোখ যেনো প্রজাপতির ডানার মত ঝাপটায়।
চোখের কালো তিল যেনো, চাঁদের গায়ে দাগ,
কমল গোলাপি আখি যেনো ভালোবাসার অনুরাগ।
তোমার চাহনিতে আমার ইচ্ছার কাছে হার,
তোমার পলকের শেষ ইচ্ছায় আমি যে কাতর।
তুমি তাকালে মনে হয় আমিই প্রথম ও শেষ দেখা,
তোমার চাহনির কাছে হেরে গেছি আমিই একা।