চাঁদ পরীটা
হাসান মাহমুদ
দিঘল চুলে গগন তলে
চাঁদ পরীটা হাসে,
ভারি মনে আকাশ পানে
মন উড়িয়ে ভাসে।
সবুজ ঘাসে ফড়িং হাসে
আপন প্রাণ খুলে,
এদিক উড়ে সেদিক উড়ে
মাথায় ঘোমটা তুলে।
গোলাপ ছাতা উড়না মাথা
চেয়ে আছে ঠাঁই,
ওদূর পানে নয়ন বানে
কিছু দেখতে পাই।
হাতে ঘড়ি চশমা পড়ি
একলা দাঁড়িয়ে,
ভাবছে কিছু সুধা মিশু
মুখটা হাসি দিয়ে।
দেখতে ভারি রাতের পরী
হাসির যখন সৃষ্টি,
একলা চলন নয়তো বলন
হৃদয় তুমুল বৃষ্টি।
ভালো লাগা আমার দেখা
বন লতা সেন,
নয় তো নাটোর হয়ত কঠোর
আমার মনের বেন।