চাওয়ার শেষ বেলা
হাসান মাহমুদ
বেশি কিছু তো চাইনি আমি তোমার কাছে,
চেয়েছিলাম তোমার সময়ের কাটার একটি মিনিট,
বেশি কিছু তো আবদার করিনি,
অল্প সময়ের আবদার,
পারলে না তাও দিতে!
তহলে কেমন ভালোবাসো বল?
আমার চাওয়াটা কি বেশ ভারি ছিলো
যার ভার তুমি সইতে পারলেনা।
আমার আবেগ, অনুভূতি হাসি ভালোবাসা
এসবের কি কিছুই মূল্য ছিলোনা তোমার কাছে বল?
না কি আমিই মূল্যহীন ছিলাম,
যেটুকু ছিলো সবই অভিনব গল্প।
তোমার কাছে চাওয়া প্রতি টা মূহুর্ত
আমার এক একটি বেদনাতুর দিন ছিলো,
হাসির চিলেকোঠায় বৃষ্টির ফোঁটা ছিলো।
সবই ভুলার মিথ্যে প্রচেষ্টা
কিন্তু তা কখনই ভুলা হয়নি,,
আর তো এখন চাইনা সেই দিন, সেই রাত,
চাওয়ার শেষ বেলায়
আমার জন্য তোমার ফেলে দেওয়া সময়।
০৮/০৯/২০২০