বসন্তের মৃত্যু
হাসান মাহমুদ
বাইশ বসন্ত পেরিয়ে গেছে অতিশয়
তেইশটা খন্ডে সাজানো গুছানো অবস্থায়।
বসন্ত ডেকে যায় উড়ে যায় নির্জনে
নিরিবিলি মেঠোপথের দুপাশে জঙ্গলে।
বহু ক্লান্ত শ্রান্ত পাড় করে তাহার অমৃত সুধা,
এ যেনো পরম যত্নে চোখ জুড়ানো ধাঁধা।
ধীরে ধীরে চুপিচুপি মিশে যাচ্ছে একেলা
এবুঝি ফুরিয়ে এলো তার জীবনের খেলা।
শ্রাবণের মেঘের মত কালো হচ্ছে আয়ু
সুপ্ত হচ্ছে দিনে দিনে ক্ষণ কালের বায়ু।
আষাঢ় ঘনিয়ে এলো, এলো অঝোর বর্ষা,
এক ক্লেশ যাতনাকে লঘুচিত্তে বহন করে সহসা।
জীবনের সূচনা হতে বাইশের শেষেতে
জীবন বুঝতে কত আত্মা হইলো চিনতে।
সুসময়ে বসন্ত কোকিলের সুরে গান
দু সময়ে কুরিয়ে আনা মৃত বসন্তের প্রাণ।
এ যেনো ব্যারামে জরজড়িত এক পাখি
এই আছে এই নেই, এই দিলো ফাঁকি।