বৃদ্ধ বয়স
হাসান মাহমুদ
বয়স আমার ষাটের কাছাকাছি,
দেহ নিয়া মোর এই মরা এই বাঁচি।
হাটুতে আর আগের মত পাইনা কোনো জোড়,
হাটতে গেলে ঝিমাই বসে;
লজ্জা করে মোর।
চোখেতে আর নাইরে জ্যোতি,
তাই তো আমায় ডাকে না কেহ আপন জ্ঞাতি,।
কানের পাওয়ার নাই শ্রুতি,
শোনতে পাই আজ করুন গীতি।
চুল গুলো আজ সাদা কাচা,
দাড়ি কালো কালো,
বৃদ্ধ কালে হইলো আমার জীবন এলো মেলো।
এধার হতে ওধারে যাই পাইনা কোনো ঠাই,
বৃদ্ধ বয়সে দূরায় দূরায় আমার জায়গা নাই।
বউয়ের কাছে খারাপ আমি,
ছেলের কাছেও তাই,
জীবন আমার জঞ্জাল এখন বাঁচার উপায় নাই।