বরাবর তুমি
হাসান মাহমুদ
বরাবর তুমি,
লিখেছিলাম আকাশ ছোয়া নবীন প্রেমের বানি,
অন্ধ আবেগ করেছিল গর্জন শুনোনি।
এখনো আছে পত্র খানির একখানি কপি,
তোমাকে দিয়ে ছিলাম হৃদয়টা সপি।
বরাবর তুমি,
যখন লিখেছিলাম দুকলম
নিশীথের সকরুণ আলাপন;
চঞ্চল আলো আসার মতন।
বিজলী যেমন নিঃশেষ করে মেঘের ঘনঘটা,
তেমনি আমার প্রেম ছিলো তোমার প্রেম এমনটা।
সন্ধ্যার কিরণ যেমন দেয় রাতের হাতছানি,
পাখিরা যেমন যায় ফিরে নিড়ে;
তেমনি আমার প্রেম ছিলো,তোমার প্রেমের গ্লানি,
তবুও লিখেছি দু লাইন,বরাবর তুমি;
ভুলিতে পারিনি তোমাকে আজ ও আমি।