বসন্ত এসেছে  প্রিয়
হাসান মাহমুদ

প্রিয়
বসন্ত এসেছে ফিরে কোকিলের সুরে
ফুলেরা ফুটেছে বৃক্ষে ধরনীর ধারে।
শীতেরা হারিয়ে গেছে অচিন দূরে
পাতারা নতুন সাজে ফিরেছে সংসারে।

প্রিয়
বসন্ত এসেছে হাসি মুখে নতুনত্বে আমারি ঘরে
দুখেরা হারিয়ে গেছে অকালেই সুখের ধারে।
প্রকৃতি মেলেছে ডানা নীলিমার বুকে
সকল সৌন্দর্য বিলীন করে আত্ম সুখে।

প্রিয়
তুমিও এসো আবার নতুন সাজে আমারি সংসারে
আপনা আপনি রাখিব যতনে বুকেরই ঘরে।
দুজনা দুজনে গাহিব বসন্তের আনন্দ গান
ভরিব সুভাষে চাঁদনী পরসে আমাদের প্রাণ।

প্রিয়!
সকল কিছুই আছে মোর এ জীবন বন্দনায়
কিছুরই নাই অপূর্ণ মোর অপূর্ণ তোমাতে পায়।
এ বসন্তে আবারও ডাকিলাম তবে তোমাতে
ফিরে এসো সকল অভিমান ফেলে আমাতে।।।