বলো তুমি সত্যের বীর
হাসান মাহমুদ
বলো তুমি বলো তরুণ
উঁচু করে শীর
সত্যের ঝাণ্ডা তুলে বলো
বলো আমিই বীর!
কেতন উড়াও
কেতন উড়াও
ঐ দূর গগনের দেশে
ফিরে চলো
ফিরে চলো
ওমর, গনী, আলীর বেশে।
বলো আমি অগ্নি
আমি হুতাশন
আমি যম
আমি মহাশশ্মান।
আমি ভৃত্য
ঐ খোদার
আমি চলি
আমি বলি
যার সাথে আবদার।
বলো তুমি বলো তরুণ
উঁচু করে শীর
আমি মহান আমি সত্য
আলীর মতো বীর।
বল আমি ডরি নাকো
মিথ্যের আইন
আমি মানি নাকো
মিথ্যের সংবিধান।!
ঐ সংসদ ভাঙি
লাথির শক্তি দিয়ে
যেখানে মিথ্যের আইন
চলে নির্ভয় নিয়ে।
বলো চলো দৌড়াও
হাঁটো অনবরত নির্বিঘ্নে
আনো আনো কেড়ে
ঐ সত্য আপনে।
সুর তুলো আওয়াজে
খালি মাঠে একাকি
ডেকে বলো সবারে
আসো আমিই সবার সঙ্গী।
বলো তুমি বলো যোয়ান
উঁচু করে শীর,
আমি সত্য খোদার সত্য
শৌর্যবীর্য বীর!
তুমিই পাড়বে তোমাতে আশা
বিশৃঙ্খল জঞ্জাল দূর
তুই পাড়বে সুন্দর আগামীর
তুলতে নতুন সুর।
বলো বলো বলো
তুমি বীর
তুমি বীর,
ঐ চূড়ায় দাঁড়িয়ে বলো
তুমি নত করো না শীর।
তুমি বীর
তুমি বীর।।