বিবেক বন্দী
হাসান মাহমুদ
কাকে করবো বিশ্বাস ভাই
নেতার কথায় নীতি বিক্রি করে খাই,
হক হক বলে মারি চিৎকার বলি হালাল
নিজের স্বার্থে লাগলে আঘাত
হকও হয়ে যায় বেহকি দালাল।
তন্ত্র মন্ত্রের অদ্ভুত সমাজে
ভালো দেখি নিজে নিজেকে
তাও আবার ভয় পেলে যাই গুটিয়ে ;
ডাক দিয়ে একটু মারি লাফ
আব্বায় যখন ঝাড়ি মারে সব যায় শুকিয়ে।
এ সমাজে চোরটাই মূল্যবান ভারি
একটু আধটু সিঁধ কাটে রাতে
সূর্য উঠলে নাম-ডাক বাবু বাবু তারি।
ঈশ্বরের কথা বলি ঠিকই মসজিদ
মিষ্টি আর শিন্নি নানান আয়োজনে
বাস্তবে শূন্য আকাশ খুঁজি অমাবস্যায় চাঁদ।
এটাই বর্তমান সমাজের প্রচলিত ধার
বিবেক আজ বন্দী ক্ষমতার কাছে
কিছুটা ছাড়া বাকিটা কারাগার।