বিষন্ন লাগে
হাসান মাহমুদ
এই শহর টা বিষন্ন লাগে ভারি বিষন্ন
ক্লান্ত লাগে শাঁই শাঁই দাঁড়ানো অট্টালিকা
ভীষন রোগাক্রান্ত লাগে রাস্তার কোলাহল
স্নিগ্ধ লাগে না শব্দ চরণ আর।
রাস্তার ধূলিকণা গুলো ভীষণ অসুখী
তৃষ্ণায় ধুঁকছে অভাবটা খুঁজছে
কোথায় তার কিসের অভাব।
বিশ্ব রোডের পাশে শাঁই দাঁড়ানো বৃক্ষ
সেও বড্ড হাঁপিয়ে উঠছেন
কোথায়ও কোনো পথিক নেই
তার সঙ্গোপন দিবে এমন কেউ
নিজের অখুশি আলাপন
নিশ্চুপ মনে ঝড়ো হাওয়া বলে
এই শহরটা বিষন্ন লাগে ভারি বিষন্ন।
ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত ঘুরছে কুকুর
তার আপনা মালিকানায়
কোথায়ও খোঁজ নেই তার
তাই তো অসুস্থ জীর্ণ গায় খানিকটা পথ
দেখা যায় মৃত্যু পড়ে আছে মোড়ে।
অমলিন বায়ু সেও আজ বিশ্রামহীন
বাবুদের ময়লায় দূষিত তার গা
তাই তো সে নিদ্রাহীন।
এগুলো বড্ড ভাবিয়ে তুলে
অশান্তি নামক বটবৃক্ষ মনে রোপণ করে
নিজেকে মাকাল ফলে পরিণত করে
তাই এই শহর টা বিষন্ন লাগে ভারি বিষন্ন।।।।