বিরল
হাসান

তোমার সাথে কথা হলে
দিন হয় রাত,
বুঝি না ছাঁই ভালো মন্দ
রাতের মিষ্টি স্বাদ।
সেকেন্ড চলে মিনিট গতি
মিনিট ঘণ্টা রূপ
ঘণ্টা আর মুখ মেলে না
থাকে বড্ড  চুপ।
ক্ষুধারা সব বেড়াতে যায়
দূর অচিন গাঁ
ইচ্ছে হয় না খেতে আর
তোমার কথার ঝাঁ।
মিষ্টি বলো তিক্ত অতি
সবইটা লাগে ভাড়ি
সুখের বলো দুঃখ অতি
মধুর বড় হাঁড়ি।
তোমার সুখের কথা শুনে
হৃদয় সুখ হাসে
দুঃখের কথা শুনলে পরে
দুঃখ গুলো কাশে।
তোমার বাড়ির ফুল বাগানে
নানান ফুলের মেলা
তাহার মাঝে তুমি বন্ধু
দামি ফুল একেলা।
বাড়ির ছাঁদে মন ভুলানো
হাজারও ফুল ফোটে
তোমার মতো একটি ফুলও
আর নাহি জুটে।