বিপদজ্জনক হাঁটা
হাসান মাহমুদ
আঠারো গেলো বছর দু-এক আগে
একুশ এসে ভর করিল মোর গায়ে,
নাতিশীতোষ্ণ বসন্তে নিশ্চুপ আমি
নির্বোধ বোকাসোকা চলি দিকবেদিক নায়ে।
ফুটিয়া ছিলো ফাগুনের নতুন পুষ্পের কুড়ি
পুষ্পরেণু বড় হওয়ার আগেই পোকা খেলো
হইলো না তাতে স্বপ্নে দেখা রক্তিম গোলাপ
গোলাপ হইলো গুবরে পদ্ম পোকায় স্বাদ নিলো।
আঠারো গেলো বছর দু-এক আগে
এখন বয়সটা গিয়ে ঠেকলো বিশ একুশে
ধিরে ধিরে কমছে নতুন পাওয়ার স্বাদ
নতুন চিনে, নতুন চিন্তা রাখি মোর বিশ্বাসে।
মাঝে মাঝে ইচ্ছে করে যোদ্ধা হই মস্ত বড়ো
যুদ্ধ করি সত্য মিথ্যে নতুন সাজে ফিরে
হঠাৎ যাই পাল্টে আমি, মস্ত বড় ধোঁকাবাজ
নৌকা রেখে, আমি চলি একা সাঁতরে সাঁতরে।
আঠারো গেলো বছর দু-এক আগে
এখন একুশ বাইশে বিপজ্জনক হাঁটা চলা
কখন যে কি হবে, কখন হবে সাফল্য
আনমনা হয়ে, পাগল হয়ে বিড়বিড়িয়ে বলা।।