বুঝলে না
হাসান মাহমুদ

সখি,
যে জন তোমা রূপ দেখেছে একবার
সে জন জানে রূপে কি কারবার।
সখি তোমা প্রিত বড়ই অভিমানী
লালসায় রেখে কোথায় গেলো নাহি জানি।
পরাণ আমার উদাস হয়ে রইলো
তুমি নামক বৃক্ষ তলায় বইলো।
তবুও তোমা প্রিতের ছায়া পাইলো না
তুমি সখি বড়ই পাশাণ আমায় বুঝলে না।

সখি,
যে জন তোমা প্রেম পেয়ালায় করেছে পান
সে জন জানে কত তিক্ত বিষাক্ত পরাণ।
সখি প্রিত আমার ছিলো অমূল্য রত্ন
যদি একবার আদর করে করিতে যত্ন।
দেখতে তাতে কত মায়া কত স্নেহ
কত খানি শান্ত শিষ্ট তার দেহ।

সখি,
যে জন তোমা প্রিতে গাঁথিল মালা
সে জন জানে তোমা প্রিতে কত জ্বালা।
যত থাকো ভুলে সখি এই মোরে
ভুলিতে পারিনা দেখি স্বপ্ন ঘোরে।
তুমি তো মহা অভিনেতা এই মোর চেয়ে
তাই তো আমি নির্বোধ অযথাই তরী যাই বেয়ে।
বুঝলে না এই মোরে শত রকম চেষ্টায়
আর চাই না বুঝাতে তোমা মনের তেষ্টায়।