বিদায় দে মা
হাসান মাহমুদ
রাধিসনে মা ঐ পাতিলে
আমার জন্য ভাত,
পাড়িব কি না আর ফিরিতে
কাক ডাকা প্রভাত।
তোমার ছেলে বড্ড খুশি
যাচ্ছে যে যুদ্ধে,
হাসি মুখে দোয়া করে মা,
আমায় বিদায় দে।
লাল চালের ঐ ভাত দিসনে
ছোট্ট হাড়িতে,
জানি না মা,আসবো কিনা
ফিরে তোর বাড়িতে।
কাঁদিস নে মা চোখ ভিজিয়ে,
মুখ লুকিয়ে,সন্ধ্যা বেলার সাজে,
রণমাঠে থাকলে বেঁচে
আসবো তোর কোলে রই মাঝে।
ডাকিসনে মা পিছন দিয়ে
তোর ব্যথা বুকে,
তোর ডাকেতে পশু পাখি
বড্ড কাঁদে শোকে।
পাহাড় কাঁদে ঝর্ণা দিয়ে
তোর কাঁদনের পরে,
আকাশ কাঁদে বৃষ্টি দিয়ে
তোর হৃদয়ে ধরে,
আগাসনে মা আল পথে আর
চোখ দুটি বুলিয়ে,
সোনার ছেলে যাচ্ছে মা,
মাথায় দে তোর হাত মুলিয়ে।
আর মা তুই দিসনে আড়ি,
তোর দোয়াতে থাকবো বেঁচে
আসবো আবার বাড়ি।