ব্যস্ত
হাসান মাহমুদ
ব্যস্ত শহর ব্যস্ত ধরা;ব্যস্ত সকল মন
কেমনে রাখে খবর সবার;ওহে বন্ধুয়া স্বজন।
ব্যস্ত হাত ব্যস্ত পা;ব্যস্ত সাধের তনু
ব্যস্তে সবার দিনটা কাটে!ব্যস্ত পুবের ভানু।
ব্যস্ত আপন অর্থে কড়ি, ব্যস্ত নিজ গুণে
ব্যস্তে আজি গেলো ভুলি;কাঁদে আপন জনে।
ব্যস্ত সবে গাড়ি বাড়ি,ব্যস্ত ভোগবিলাসী
ব্যস্ত আজি গগন কিনি!কিনি গগন শশি।
ব্যস্ত সময় ব্যস্ত ঘড়ি, ব্যস্ত ঘড়ির কাটা
ব্যস্ত স্রোত ব্যস্ত নদী;সময় ছাড়া ভাঁটা।
ব্যস্ত আকাশ ব্যস্ত মেঘ;ব্যস্ত মেঘের কালো
ব্যস্ত আমার স্বজনরা সব;ব্যস্ত স্বজন আলো।
ব্যস্ত আষাঢ় ব্যস্ত বারি,ব্যস্ত বারির ধারা
ব্যস্ত আমার দিবস ক্ষণ!ব্যস্ত আয়ু পাড়া।
ব্যস্ত মঞ্চ ব্যস্ত নায়ক;ব্যস্ত গীতের কলি
ব্যস্ত গায়ক ব্যস্ত সুর,ব্যস্তে সুর তুলি।
ব্যস্ত পাহাড় ব্যস্ত ধারা,ব্যস্ত ঝর্ণার ঢাল
ব্যস্ত আজি ব্যস্ত সাজি!নানা রঙের জল।
ব্যস্তের অজু হাতে সবে;ব্যস্ত কদর ভুলি
ব্যস্তের লাগি ব্যস্ত খুঁজি! স্বার্থের টান তুলি।