বেকার
হাসান মাহমুদ

বসন্ত আসে নতুন পাতারা জাগে
কত বসন্ত গেলো আগে ভাগে,
কেউ তো চাইলো না ফিরে ফিরে
আমি বেকার আজও পঁচিশের ভিরে।
কাজ নেই, পকেট শূন্য ছিড়ে ফাটা
জোয়ার আসে আবারও তো হয় ভাঁটা।
একটা চাকরি হলে আত্মীয় টা আসতো চলে
হাসি মুখে, মিষ্টি কেজি কয়েক পোটলায় তুলে।
প্রতিবেশী ভিরে ভিরে দাঁড়াতো একটা নজর দেখতে
কত কথাই না বলতো সালাম কালামের মহতে।
মা- বলতো না আর খাচ্ছি বাবার হোটেল
বাবা বলতো না,ঘর কোণে ভাত নেই, নেই কোনো চাল।
আমি বেকার চাকরি নেই হতাশ
প্রেমিকার বাবা বলেছে জোড় গলায় কতটা কামাশ?
উত্তর জানা নেই! মাথা নিচু চুপচাপ
এই বুঝি খেলো গিলে বেকারের অভিশাপ।
প্রেমিকা বলেছে চাকরিটা পেলে এসো তুমি
অপেক্ষাটা শেষমেশ হয়তো করিব আমি।
চাকরি টা নেই বলে কত বিয়ে রয়েছে আঁটকে
কত যৌবন ঝরে পরে হতাশার ফটকে।
মামু নেই, খালু নেই, টাকাও নেই তবে
চাকরির বাজারটা চড়া ভাই কেমনে হবে?
কথা বুঝি হবে না তার শনে এই রাখা
সনদটা বিক্রি করে জুটিত চাকরির কোনো শাখা।
তাই হতো জীবনের সকল সার্থকতা
পাওয়ার আক্ষেপ ঘুচিত কিছুটা অনর্থকতা।