বেদনার মালঞ্চ
হাসান মাহমুদ
আমি তো পলক না ফেলা
দুষ্ট চাতক পাখি
যতই খরা নামুক গাঁয়ে
আশায় বুক রাখি।
আসবে এই ভেবে থাকি
তবুও আসে না ঐ বৃষ্টি
থেমে থেমে ঝরে পড়ে
দুখের মালা সৃষ্টি।
আরো দুঃখের পর দুখ আসুক
সুখের পর সুখ,
আসুক না যা আসুক নেমে
সাঁঝের দৃশ্যহীন মুখ।
আমি হবো না আড়াল
ধৈর্য বেগবান খুব
থাকবো নিরবে সময়ের আশে
এক দম নিশ্চুপ।
সাঁঝ কালো হোক আরো
সন্ধ্যায় আসুক অমাবস্যা
মেঘ না হোক তবুও বৈশাখ
আষাঢ়ে নামুক বর্ষা।
বসন্ত চৈত্র হোক পাল্টে
হেমন্ত হোক শীত
তবুও গাইবো খুব গাইবো
জীবনের সচল গীত।