বেদনার আনন্দ
হাসান মাহমুদ
তোমার কষ্টে আর আসে না ছন্দ,
মন আজ পাথর নেই উল্লাস আনন্দ।
নিস্তব্ধ শুকরুন এ মলিন নয়ন,
বারি ঝরা ঝরছেই শয়ন স্বপন।
হৃদ বাগানে ফোঁটে না ফুল
পাকে না ছোট্ট হৃদয়ে বকুল।
ময়না আর কথা শুনে না বড্ড একা,
কোকিল আর ডাকে না, ঝুরিয়া বাটিকা।
তোমার বেদনার তরে নীলাম্বরী আকাশ,
পাহাড় কাদিয়া ফিরে, পাথরিয়া বাস।
জমিন ফাটিয়া চৌচির, পাতালিয়া উল্লাস,
নদীও করুন সুরে ফেলে দির্ঘশ্বাস।
বায়ুমণ্ডলীয় শুদ্ধ পবন পরিহার করে,
শুধু তোমার বেদনা, কষ্ট, উপহাসের তরে।
তোমার বেদনার আনন্দে আমি বড়ই ভাড়,
তোমাকে আর ফিরাবো না কখনো আর।