ব্যথা
হাসান মাহমুদ
ব্যথা বুকে চিন চিন এই মোর
ভালো নেই বক্ষ ব্যারামের ঘোর।
এতো এতো আত্মীয়, স্নেহ পুষ্প বন্ধু বান্ধব
কোথায় তন্দ্রায় আচ্ছন্ন ;কান্ত আজ।
কোথায় গেলে পেতে পারি আমি তাহাদিগেরে
কোন গহীনে উঁকি দিয়ে করিব খোঁজ;
আমাতে প্রয়োজন নাহি তাদের তাহা জানি বটে
তাহাতে কি? আমার ও নাহি প্রয়োজন রোজ।
কোথায় পাবো বলো গো,বলো সবে
কোন দরিয়ায় নাও চালাবো কোন কিনারায় খোঁজ।
সব আজ মিছে লাগে ব্যথা তিক্ত হৃদয়ে
কেমন করে সুধাবো আমি এ ঘা;
কেমনে জুড়াবো জ্বলন্ত দহন এ ব্যথার
পোকায় ধরিয়া করেছে শতো শতো ছা।