বারবার প্রেমে পড়ি
হাসান মাহমুদ
আমি বারবার প্রেমে পড়ি কখনো এ প্রকৃতির
কখনো রূপ-লাবণ্যের,কখনো অর্থ সৌন্দর্যের
কখনো আবার প্রিয়দের হিংসা, অহংকার, অবহেলার।
আমি বারবার পরাণে মরি
কখনো এ অন্ধ ধরণীর
কখনো এ সর্পে ধ্বংসিত কালো আঁধারের
কখনো আমি নামক আমিত্ব আত্মার।
আমি বারবার অনুরাগে ভাসি
কখনো একে-লা বাড়ির চিন্তায়
কখনো সবুজ বর্ণের বাহারি বৃক্ষের ধারায়
কখনো প্রিয়দের বাহারি ওজরের মায়ায়।
আমি বারবার প্রেমে পড়ি
এ অসহ্য অভিলাষী পৃথিবীর আত্মার
এই সাধুর বেশে রাজপ্রাসাদের তস্কর।