বাংলার নুর
হাসান মাহমুদ
তুমি কি পারবে?
ভোরের পাখির কলতান আনতে
তুমি কি পারবে?
লাল সূর্য টাকে কিনতে।
তুমি কি পারবে?
অধিকারটাকে ছিনি আনতে
তুমি কি পারবে?
মানুষের তরে জীবন দিয়ে লড়তে।
তুমি কি পারবে?
সোনার দেশটা সুন্দর করে গড়তে
তুমি কি পারবে?
স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে।
তুমি কি পারবে?
আমজনতার দূরসাহসী হতে
তুমি কি পারবে?
জেল জুলুমকে রুখতে।
তুমি কি পারবে?
কোটি জনতার আবদারটা হতে
তুমি কি পারবে?
দূর্নীতি বাজ সন্ত্রাসদের রুখতে।
তুমি কি পারবে?
সোনার বাংলায় সোনা ফলাতে
তুমি কি পারবে?
অন্যায়কে অন্যায় বলতে।
তুমি কি পারবে?
৭১ এর মা বোনদের মান রাখতে
তুমি কি পারবে?
সন্ত্রাস হতে এ দেশটাকে বাঁচাতে।
বলো তুমি বলো?
তোমায় দেখে ভবিষ্যৎ ঐ দূর
তোমায় দেখে নিকট
আত্ম বিশ্বাসে তুমি বাংলার নুর।।