বাংলার আকাশে শকুন
হাসান মাহমুদ
বাংলার আকাশটা নীলে ভরপুর
মেঘ কেটে এলো লাল রক্তিম,
চারিদিকে ছড়িয়ে পড়েছে শকুন
দুর্গন্ধে বাহিরে পড়েছে শকুনের ধুম।
ঘুরে ফিরে দিচ্ছে পাহারা দিবানিশি
কখন তলিয়ে যাবে আকাশের শশি,
কখন নিবে যাবে বাংলার আলো
কখন বাজাবে বাংলার বুকে বাঁশি।
বাংলার বুকে আজ শকুনের খেল
নানা নিত্যে নাচিতেছে গাইতেছে
বলতেছে সুর বেসুরের নানা বানী
উচ্চ মঞ্চে উঠে নিজ শক্তি বলতেছে।
হও আমি তুমি আমরা এক হও
লড়ে যাও বলে যাও সত্যের বানী
যতদিন আছে জান বুকের ঘরে
ততদিন মেনে নেও আমিও কিছু জানি!
বাংলার আকাশে উড়ন্ত ডাইনির ছল
তুমি যদি জাগ্রত হও তবে, যাবে নিবে
সকল কাল অমাবস্যার মায়া মন্ত্র
নতুনত্ব ফিরবে ডাইনি উড়বে মরবে।
শকুন পড়বে ধরা,অনাহারে বাঁচবে
শুকিয়ে নিঃশেষ হবে বন্দী খানায়
মুক্ত হবে আবার বাংলার আকাশ জমিন
মুক্তির ঘ্রাণে ভাসবে বীর বাংলায়।