বাংলা ভাষা
হাসান মাহমুদ
৫২র এ মহান দিনে
পেলাম মোদের ভাষা,
এ ভাষাতে কথা বলে
মিটে মনের আশা।
ইংলিশ বলি, উর্দু বলি
সবই হলো তুচ্ছ,
আমার ভাষা, মায়ের ভাষা
সবই ফুলের গুচ্ছ।
ফাগুন এলে, আগুন জ্বলে
রঙিন ফুলের ভেলায়
একুশ এলে, বুকটা জ্বলে
বাংলা ফুলের মেলায়।
একুশ এলে যাইগো ভুলে
সকল ভাষার কুল,
বাংলা মোদের মাতৃভাষা
সকল ভাষা মূল।