বাংলা মানে
হাসান মাহমুদ
বাংলা মানে কোনো বাচ্চার হাতে রং তুলির ছবি নয়,
বাংলা মানে কোনো চিত্র শিল্পীর আর্ট জলরঙ ছবি নয়,
বাংলা মানে কোনো পুতুলের গায়ে আঁকা মানচিত্র নয়,
বাংলা মানে রবি ঠাকুরের অনিহা নয়,
বাংলা মানে ১৯৪০ কিংবা ৪৭এর পটভূমি নয়,
বাংলা মানে কোনো আগন্তুকের কাহিনি নয়,
বাংলা মানে জিন্নাহ সাহেবের কোল ঠাসা ভাষণ নয়,
বাংলা মানে কোনো স্বৈরশাসকের ইতিহাস নয়,
বাংলা মানে কোনো আইয়ুব খান, ভুট্টো সাহেব নয়,
বাংলা মানে হলো শেরেবাংলা,
বাংলা মানে হলো ভাসানী,
বাংলা মানে হলো রফিক, জব্বার, শফিকের রক্ত।
বাংলা মানে এসএস সুলতান আর জয়নুল আবেদীনের চিত্র কল্প,
১১৭৬র নানা ভঙ্গি চিত্র এঁকে তুলে ধরা,
বাংলা মানে,
সকালের কৃষকের ডাক,
ও কলিমউদ্দিন ওঠ আর ঘুমাইস না, বেলা হয়ে গেলো হাল নিয়া যাইতে হইবো।
কলিমউদ্দিন ডাক দিয়া কয়,
আব্বা উঠি আম্মে গরু ছাড়েন,,,,,,,,,
বাংলা মানে হলো বর্ষা ভিজা কৃষক,
হে হে ডায় ডায় বায় বায় হ্ হ্ ডাক।
বাংলা মানে পাল তোলা নৌকা,
কমলার বাপে ডাইক্কা কয়,
শুনছো মাঝি ভাই,,,,,,,
ও,,,,,, মাঝি ভাই,,,,
কিনারে আহো,কিনারে আহো,,,
শেখের পোলায় দেশ স্বাধীন করছে,,,,,,,
আর আমাদের দুঃখ নাই,,,
ও বেটা,,,,,কলিম,মালেক,, আবুল তোরা কই সবাই চইল্লা আয়,,,,দেইখা যা,,,
মোগো বাংলা স্বাধীন হইছে। ,
বাংলা মানে হলো সকালের পাখির কিচিরমিচির,
বাংলা মানে ঘুঘু,ময়নার,আর টিয়াপাখির নানা ভঙ্গি।
বাংলা মানে হলো সকালের পূর্ব দিগন্তে লাল সূর্য,
বাংলা মানে হলো রক্তিম আকাশের উজ্জ্বল তারা,
বাংলা মানে হলো ছালেহা বিবির হাসি-হাসি বদনখানি,
বাংলা মানে হলো কান্না জড়ানো কালুর মা।
বাংলা মানে হলো পাগল শামসুদ্দিন,
যে দ্বারে দ্বারে গিয়ে একটুকরো রুটি চেয়ে ফিরে এসেছিলো,
আমাকে একটু খাবার দেও বাবা,
আমি সেই তেত্রিশ বছর না খেয়ে আছি!
আর পারছি না, আমার মনে খাবার চায়;
খাবার নাদিয়ে তারিয়ে দেয়,
যা শালা অন্য জাগায় গিয়া মর,,,
এটা সেই বাংলা।যে বাংলার মানুষ ভাতের বদলে মার খেতো।
বাংলা মানে জসিমউদদীন
গ্রাম বাংলার ছেলে সাজু,
বাংলা মানে জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে এই বাংলায়,
বাংলা মানে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা,
বলো বীর বলো উন্নত মম শীর,
বাংলা মানে সুফিয়া কামাল,
হে কবি নিরব কেনো বসন্ত এসেছে ধারায়,
বাংলা মানে সৈয়দ শামসুল হক, আর নূরলদীন,
নূরলদীনের বাড়ি রংপুরে যে ছিল,
রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল
১১৮৯ সনে।
আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
বাংলা মানে কুসুমকুমারী দাশ,
আমাদের দেশে সেই ছেলে হবে কবে,
কথায় না বড় হবে কাজে বড় হবে।
বাংলা মানে ফরুখ আহমেদের ইসলামি রেনেসাঁস।
বাংলা মানে ফুল বানুনর চিৎকার,
কে কোথায় আছো,,,,,,,,,,দ্যাইকা যা দ্যাইকা যা,,,,,,
আমার নয়নের ধন, পরানের আধগান আইছে,,
আমার আর,,, চিন্তা নাই আমি ভালো হয়ে গেছি,
আমার কইলজা আইছে,
আদর করে বলে বাবা তুই বাঁইচ্চা আছো আমি বিশ্বাস করতে পারছি না,
উম্ উম্ বলে দু গালে চুমু এঁকে দেওয়া।
বাংলা মানে জাহানারা ইমামের জল।
বাংলা মানে হলো আব্দুর রব,জাহাঙ্গীর, হামিদুর, সাত সাতটে বীর।
বাংলা মানে ৬দফার মহামারি,
বাংলা মানে হলো ৬৯ র মহা ক্যান্সার,
বাংলা মানে ৩৫টি তরতাজা প্রাণ জেলে,
বাংলা মানে হলো ৭০র নানা মহামারি,
বাংলা মানে হলো নয় মাস,
বাংলা মানে হলো ৩২৪৫ দিন,
বাংলা মানে হলো ৭৮৮৪০ঘন্টা,
বাংলা মানে হলো ৪৭৩০৪০০মিনিট।
বাংলা মানে হলো ২৮৩, ৮২৪,০০০ সেকেন্ড।
বাংলা মানে হলো ১৯৭১এর পঁচিশ এ মার্চ,
বাংলা মানে হলো ১৬ডিসেম্বর।
বাংলা মানে হলো মুজিব আর মুজিব মানে বাংলা।