বাঁচাও
হাসান মাহমুদ
বাঁচাও বাঁচাও চিৎকারে ফেটে যাচ্ছে কান
বাঁচা নো আমাদের ফরজ হয়েছে ওহে মুসলমান।
ফিলিস্তিনে ভাই-বোনরা মরে গুলি,বোমার তরে
আমরা যদি ইমান ইমান বলে থাকি চুপটি মেরে ঘরে।
থাকবেনা ইমান রইবেনা মান হবো না মুসলিম
বাঙালি ও আজ স্লোগানে বলি আমরা ফিলিস্তিন।
হটাবো ইহুদি,নাস্তিক বিধর্মী গোষ্ঠীর জাত
রাখবো না আল্লাহ ছাড়া নাম, করবো সব নিপাত।
হাতে নেও আবার তুলে,ইট পাথরের নুড়ি
উড়াও আবার ঐ গগনে কালেমারই ঘুড়ি।
মুসলিম তুমি তিনশো তেরো বদরের মাঠ
ভয় করো না আছেন তিনি, নিবে মোদের কটিতট।
মুসলিম তুমি আবাবিল হও মুখে নেও কালেমা
ছু্ঁড়ে দেও ঐ আসমানীকে নেই যার কোন প্রতিমা।
আবার ডাক দেও তুমি তৃতীয় বিশ্ব যুদ্ধের
এবার আর দিবে না ছাড় পাবেনা পাড় পাপের।
বাঁচাও বাঁচাও চিৎকারে আজ নেই ঘুম মোদের
বাঁচাতে হবে;মুসলিম হলে পাপিষ্ঠ হতে তাদের।