বাবুল মিয়ার সমাজ সেবা
হাসান মাহমুদ
আবুল আর বাবুল মিয়া দুজন ভালো বন্ধু বটে
সারাক্ষণ তাদের মুখে দেশ সেবাটাই রটে।
তাদের সাথে দেখা হলেই মুচকি হেসে বলে
কই যাস ভাই? চলনা আজ মিটিং আছে যাই দলে বলে।
হঠাৎ একদিন বাজার যাই এমন সময় দেখি
বন্ধু দুজন গল্প করছে মুখে হাসি আর দিচ্ছে ভেকি।
ফজল মিয়া তাই দেখিয়া গোমড়া মুখে দাঁড়ায়
রাগ মুখে উচ্চস্বরে চেঁচিয়ে বলে আর ধায়।
আবুল বলে কি হইছে,না চেঁচিয়ে সেটা বলনা আমায়!
বাবুল বলে পাগল হইছ বিহাল রৌদে তায়।
ফজল মিয়াও দলের লোক সমাজ সেবায় ভক্ত ;
নামাজ পড়ে নিয়মিত খতম দেয় ফজর ওয়াক্ত।
ফজল মিয়া রেগে বলে আজ বিকালে জনসভা
তোমরা তাহলে এইহানে কেন আমায় বলবা?
বাবুল বলে তাতে কি আমরা করবো টাকি?
ফজল বলে, নেতায় আজ থাকতে বলছে শুন নাই কি?
সব শুনছি যাব না তায় মোরা দুইজন,
আজ শুনছি হইবে ওখানে মারা মারি কিছুক্ষণ।
শোন ভাই দেশ সেবা,সমাজ সেবা সবই করমু
তবে কেন দেশের জন্ম নিজেরে মারমু।
আবুল বলে হাচা কইছো দোস্ত
ফজল ভাই তুমি যাও মোরা এহন ব্যাস্ত।
ফজল মিয়া রাগ করিয়া চলে গেলো তায়
বাবুল বলে দেকছো দেখছো মোগো জ্ঞান দেয়।
সমাজ সেবা,দেশ সেবা, রাজনীতি করমু ভালো কথা ভাই
কেন যামু মিছিল মিটিংয়ে? আমার সময় নাই।
আবুল মিয়া চিন্তা করে বলে!
কি বলো মোর দোস্ত, নেতা তুমি মস্ত
না গেলে কি হয়?
ঘরের কোণে সেবা নয়, মাঠে ময়দানেই তো সবে যায়।
বাবুল বলে নেতা হইছি টাকায় আমি
জনগণের ভোটে নয়
কেন শুনিবো ওসব কথা!আমার ব্যস্ত সময় যায়।
আমরা সমাজ সেবা করমু তয় জীবন দিয়ে না
সত্যি বলবো তায় রাস্তা ঘাটে না।
মেম্বর চাল খাক আর ডাল খাক মোগো কি!
আমার তা তো আর খাই না,
সরকারি মাল সরকারি লোকে খায়,আমার কি?