বাবা
হাসান মাহমুদ

বাবা জিনিস টা একটা শক্ত কংক্রিট
তিব্র ঝরের বাতাসে উড়ে যায় না
কঠিন আঘাতে নুয়ে পড়ে না
বাবা নামক উঁচু দালানটার
ইন্জিনিয়ার বড়ই আজব কারিগর
এমন ফাউন্ডেশনে তৈরি করছে
যা কখনো কোনো আঘাতে ধসে পড়বে না।
বাবা নামক ফাউন্ডেশনের কোনো শেষ নেই
দ্বিতল থেকে শুরু করে জীবন শেষাবধি
কক্ষ তৈরি করা সম্ভব।
সকল সুখে দুখে যাকে পাশে পাবে
যার ছায়ায় কখনো ক্লান্ত শরীর সুপ্ত হয়
সেই উঁচু বৃক্ষ হলো বাবা।
তাই সকল বাবাই পুরুষ নয়
আবার সকল পুরুষই বাবা নয়
কিছু কিছু বাবা, মা এবং বাবাও হয়।
বাবা হতে হলে একান্ত বীরপুরুষ
হওয়া জরুরি নয় যেমন
সকল বীরপুরুষ একান্ত বাবা নয় তেমন।।