বসুমতী
হাসান মাহমুদ

একদিন বসুমতীকে ডাকিয়া কহিলাম
হে বসুমতী!
তুমি কি হতে চাও?
বসুমতী কহিল শোনো মশাই,
আমি সারমেয় হতে চাই;
শুনিয়া খুব ভাব জাগিল মনে
ফের করিলাম জিজ্ঞেস,
সারমেয় কেন?
আরো তো কতকিছু পরিয়া রহিছে বুকে!
তুমি মানব হও মানব!
বসুমতী কহিল হাসিয়া!
মানব!
কহিলাম তাকিয়ে হে মানব,
মুচকি হেসে কহিল শোনো;
সারমেয়ের চেয়ে উত্তম পরোপকারী আছেকি কেহ?
নিছক জীবনা করিয়া মলিন
অন্যত্র জীবন করে গো বিলীন।
আর মানব নামে মানব
অতিমানব হওয়ার শখ নাহি মোর
আমি যাহা সহিবার তাহাই সহি
এই মানবা কুলের যত যন্ত্রণা।