আত্ম গা
হাসান মাহমুদ
মনো রে তুমি কহোঁ যে
এই দুনিয়া সহো যে;
বন্ধু-বান্ধব, আত্মীয় যে
সবটাই ধৈর্য যে।
মর্ত্য হইতে পাতাল যে
অম্বর হইতে ভূলোক যে;
অসীম সহ্য করো যে
মনোরে তুমি কহোঁ যে।
স্বার্থে ডাঙায় ব্যাঙও ডাকে
ভরা গাঙে ডোঙাও জোটে
ভাঙা পথে জুয়োনও খকে
অর্থের ডাকে কানাও উঠে।
মনোরে তুমি কহোঁ যে
বিরাম কর যখন তখন
আরাম ঘাটে স্নান যে
গাঙের যখন হয় উজান।
গোধূলি দেখে পাখিও বুঝে
আন্ধার তার পরাণ খুঁজে
মেঘ ডাকে ব্যাঙও বুঝে
বর্ষণ আবে নতুন সাজে।
কোকিল তো বসন্তের পাখি
শীত গেলেই তাকে দেখি
কৃষ্ণ চূড়া একই রাখি
আত্ম টানে মারে ভেকি।
মনো রে তুই বুঝাও বাপ
যাই দেখো চাহন চেয়ে
কেউ নয় নিজে রূপ
সবাই চলে নিজে ধেয়ে।।